উত্তর: আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, আমি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, তিনি বলেন, মদ হলো অশ্লীলতার মূল এবং কবীরা গুনাহ। যে ব্যক্তি তা পান করবে সে যেন তার মা, খালা ও ফুফুর সাথে যেনা করল (আল-মু‘জামুল আওসাত্ব, হা/৩১৩৪; আল-মু‘জামুল কাবীর, হা/১১৪৯৮; দারাকুত্বনী, হা/৪৬১২)। বর্ণনাগুলোর মধ্যে কিছু ত্রুটি থাকলেও সমার্থক শাহেদ থাকার কারণে আলবানী রাহিমাহুল্লাহ হাদীছটিকে হাসান বলেছেন (সিলসিলা ছহীহা, হা/১৮৫৩; ছহীহুল জামে, হা/৫৬৫৬)।
প্রশ্নকারী : মো. মনোয়ারুল ইসলাম
কুলিয়াডাঙ্গা, বাঁশদহা, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা।