কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৭) : আমি এক ঠিকাদার থেকে কাজ চুক্তিতে নিয়েছি। আমাদের চুক্তি পত্র করা আছে। কিন্তু আমার লাভ বেশি হলে তিনি দেন না। এই রকম অবস্থায় আমি কি যেকোনো উপায়ে খরচ বেশি দেখিয়ে নিতে পারব? এটা কি আমার জন্য হালাল হবে?

উত্তর: চুক্তিপত্র অনুযায়ী যে শর্ত করা হয়েছে তা অবশ্যই পুরণ করতে হবে। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘মুসলিমরা নিজেদের (চুক্তিপত্রের) শর্তসমূহ পালন করতে বাধ্য (আবূ দাউদ, হা/৩৫৯৪; বায়হাক্বী ছুগরা, হা/২১০৬)। সুতরাং লাভ বেশি হলে চুক্তি অনুযায়ী অর্থ প্রদান না করা চুক্তি ভঙ্গের শামিল। এক্ষেত্রে ঠিকাদার দায়ি হবে এবং কাবীরা গুনাহের ভাগিদার হবে। এমন চুক্তি ভঙ্গকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আবার এমন পরিস্থিতিতে গোপন উপায়ে খরচ বেশি দেখিয়ে টাকা বেশি নেওয়া আপনার জন্য জায়েয হবে না। কেননা এমন কর্ম মিথ্যা ও ধোঁকার অন্তর্ভুক্ত যা স্পষ্ট হারাম। ইবনু উমার এবং আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহুম থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ...‘আর যে ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করে, সে আমাদের দলভুক্ত নয় (ছহীহ মুসলিম, হা/১০১; ইবনু মাজাহ, হা/২২২৫)। আব্দুল্লাহ ইবনু মাসঊদ রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি আমাদেরকে ধোঁকা দেয় সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয়। আর ধোঁকাবাজ ও চালবাজ জাহান্নামে যাবে (ছহীহ ইবনু হিব্বান, হা/২৬৮৪; আল-মু‘জামুল কাবীর, হা/১০২৩৪)।

প্রশ্নকারী : মো. আল-আমিন

ভবানীপুর, গাজিপুর সদর, গাজিপুর।

 

Magazine