উত্তর : উল্লিখিত বক্তব্য ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত। আব্দুল্লাহ ইবনু মাসঊদ রাযিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা হজ্জ ও উমরা আদায়ে ধারাবাহিকতা রক্ষা করো। কারণ এ দু’টি দরিদ্রতা এবং পাপ উভয়ই দূর করে, যেমন হাপর লোহা ও সোনা-রূপার ময়লা দূর করে। আর মাবরূর (কবুল) হজ্জের প্রতিদান জান্নাত বৈ কিছুই নয়’ (তিরমিযী, হা/৮১০, ১/১৬৭; ছহীহ ইবনু খুযায়মা, হা/২৫১২; নাসাঈ, হা/২৬৩১, সনদ ছহীহ)।
প্রশ্নকারী : আব্দুস সাত্তার
পুঠিয়া, রাজশাহী।