উত্তর : না, উক্ত উপার্জন বৈধ হবে না। কেননা এভাবে গাড়ীর মাইলেজ কমিয়ে জীবিকা নির্বাহ করা এক প্রকার চুরি ও প্রতারণা, যা ইসলামে নিষিদ্ধ। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا ‘আর যে ব্যক্তি আমাদেরকে ধোঁকা দেয়, সে আমাদের দলভুক্ত নয়’ (ছহীহ মুসলিম, হা/১৮৪; মিশকাত, হা/৩৫২০)।
প্রশ্নকারী : হোসাইন
কুইবেক, কানাডা।