কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৩): রাতে তাহাজ্জুদের ছালাত স্বামী-স্ত্রী একসাথে জামাআত করে পড়তে পারবে কি? আর আমি জানি যে, সম্মিলিতভাবে দু‘আ করা বিদআত! কিন্তু দুইজনের চাওয়া-পাওয়া যদি একই হয়, তাহলে তাহাজ্জুদের ছালাত শেষে দুইজনে সম্মিলিতভাবে হাত তুলে দু‘আ করতে পারবে কি?

উত্তর: রাতের তাহাজ্জুদ ছালাতসহ যেকোনো নফল ছালাত স্ত্রী বা পরিবারের সাথে জামাআতের সাথে আদায় করা যাবে। সেক্ষেত্রে মহিলারা পিছনে দাঁড়াবে। আনাস ইবনু মালিক রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার আমাদের ঘরে আমি ও এক ইয়াতীম ছেলে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পিছনে দাঁড়িয়ে ছালাত আদায় করলাম। আর আমার মা উম্মু সুলাইম রাযিয়াল্লাহু আনহা আমাদের পিছনে দাঁড়িয়ে ছিলেন (ছহীহ বুখারী, হা/৭২৭)। এখানে দু‘আ করলে সবাই একা একা দু‘আ করবে; সম্মিলিতভাবে নয়।

প্রশ্নকারী: মো. তাহেনুর রহমান

নয়নপুর, সদর, দিনাজপুর।

Magazine