কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৬) : অনলাইনে খ্রিস্টধর্মের বই লিখে আয় করা কি হালাল হবে?

উত্তর: না, হালাল হবে না। কেননা ইসলামের আগমনের পর বাকি সকল ধর্ম রহিত এবং বাতিল হয়ে গেছে। আর তারা তাদের ধর্মকে বিকৃত করেছে এবং তারা ত্রিত্ববাদে বিশ্বাসী। মহান আল্লাহ বলেন, ইয়াহুদীরা বলে, উযায়ের আল্লাহর পুত্র, আর খ্রিষ্টানরা বলে, মাসিহ (ঈসা) আল্লাহর পুত্র। এসবই তাদের মুখের বানানো কথা…(আত-তওবা, ৯/৩০)। আর ইসলাম আসার পর পূর্বের সকল ধর্ম রহিত হয়ে গেছে। সুতরাং বর্তমান ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের প্রচার-প্রসারে সহযোগিতা করা যাবে না। শুধু ইসলামের দিকেই জাতিকে ডাকতে হবে এবং সহযোগিতা করতে হবে। জাবের রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, উমার ইবনুল খাত্তাব রযিয়াল্লাহু আনহু তাওরাতের একটি নুসখা/কপি নিয়ে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ! এটি তাওরাতের একটি নুসখা। তখন (একথা শুনে) তিনি চুপ করে থাকলেন। তখন উমার রযিয়াল্লাহু আনহু তা পাঠ করতে শুরু করলেন এবং এতে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চেহারা পরিবর্তন হয়ে গেল। তখন (তা দেখে) আবূ বকর রযিয়াল্লাহু আনহু বললেন, সন্তানহারা শোক তোমাকে আচ্ছন্ন করুক! তুমি কি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চেহারার দিকে তাকাওনি? তখন উমার রযিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চেহারার দিকে তাকিয়ে বললেন, আমি আল্লাহর নিকট আল্লাহর গযব ও তাঁর রাসূলের ক্রোধ থেকে আশ্রয় প্রার্থনা করছি। আমরা আল্লাহকে রব হিসেবে, ইসলামকে দীন হিসেবে ও মুহাম্মদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট। তখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘যার হাতে মুহাম্মদের প্রাণ, সেই সত্তার কসম! আজ যদি মূসাও প্রকাশিত হতেন আর তোমরা তাকে অনুসরণ করতে এবং আমাকে পরিত্যাগ করতে, তবে অবশ্যই তোমরা সরল-সোজা পথ হতে বিচ্যুত হতে। আর যদি তিনি জীবিত থাকতেন এবং আমার নবুয়তী সময় পেতেন, তবে তিনি অবশ্যই আমার অনুসরণ করতেন’ (মুছান্নাফ ইবনু আবী শায়বা, হা/২৬৪৬১)। অত্র আয়াত ও হাদীছ থেকে স্পষ্টভাবে বুঝা যায় যে, ইসলামের আগমণের পর অন্য সকল ধর্ম বাতিল। সর্বপরি অন্য ধর্মের প্রচার-প্রসার অন্যায় কাজে সহযোগিতার শামিল যা স্পষ্ট হারাম। মহান আল্লাহ বলেন, ‘তোমরা পরস্পর কল্যাণ ও তাক্বওয়ার কাজে সহযোগিতা করো, পাপ ও সিমালঙ্ঘনের কাজে সহযোগিতা করো না (আল-মায়েদা, ৫/২)।

প্রশ্নকারী : মো. আব্দুর রউফ মন্ডল

কালাই, জয়পুরহাট।

 

Magazine