কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৮) : যিলহজ্জের চাঁদ উঠার পর নখ,চুল,গোঁফ ইত্যাদি কাটা উচিত নয়। এই বিধান কি শুধু কুরবানীদাতার জন্য না-কি পরিবারের সকল সদস্যের জন্য?

উত্তর : এ বিধান পরিবারের সবার উপর প্রযোজ্য নয়; বরং তা শুধু কুরবানীদাতার ক্ষেত্রে প্রযোজ্য। উম্মু সালামা রযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যখন যিলহজ্জ মাসের চাঁদ দেখবে, আর তোমাদের কেউ যদি কুরবানী করার মনস্থ করে, তাহলে সে যেন চুল কিংবা নখ না কাটে’ (ছহীহ মুসলিম, হা/১৯৭৭; মিশকাত, হা/১৪৫৯)। হাদীছে উল্লেখিত বিষয়টি শুধু কুরবানীদাতার ক্ষেত্রে প্রযোজ্য। পরিবারের সকলের জন্য নয়। কাজেই পরিবারের অন্য সদস্যগণ আদেশের অন্তর্ভুক্ত নয়।

প্রশ্নকারী : সাব্বির হোসেন

বাগমারা, রাজশাহী।

Magazine