উত্তর : স্ত্রীর বর্তমানে তার খালা বা ফুফুকে বিবাহ করা হারাম। জাবের রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কোনো মহিলার আপন ফুফু বা খালা কোনো পুরুষের স্ত্রী হলে ঐ মহিলা যেন উক্ত পুরুষকে বিয়ে না করে’ (ছহীহ বুখারী, হা/৫১০৮; ছহীহ মুসলিম, হা/১৪০৮)। তবে স্ত্রী মারা গেলে বা তার সাথে তালাক হয়ে গেলে স্ত্রীর খালাকে বিবাহ করাতে শরীআতে কোনো বাধা নেই।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক
নাটোর।