কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৩) : দু‘আ কুনূত ছাড়া শুধু সূরা ফাতেহা পড়ে এক রাকা’আত বিতর ছালাত পড়াযাবে কি?

উত্তর : শুধু সূরা ফাতেহা নয় বরং ছালাতে সূরা ফাতেহার সাথে অন্য সূরা পড়া সুন্নাত। এক রাকা’আত বিতর পড়াই উত্তম। বিতর ছালাতে মাঝে মাঝে দু‘আ কুনূত পড়া সুন্নাহ আর মাঝে মাঝে ছেড়ে দেওয়া জরুরী। কেননা বিতর ছালাতে নিয়মিত কুনূত পড়া বিদ’আত। তাই বিতর ছালাতে দু‘আ কুনূত না পড়লেও বিতর ছালাত হয়ে যাবে। হাসান ইবনু আলী রযিয়াল্লাহু আনহুমা বলেন, عَلَّمَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَلِمَاتٍ أَقُولُهُنَّ فِي قُنُوتِ الْوَتْرِ রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতর ছালাতে পড়ার জন্য আমাকে কিছু বাক্য শিখিয়েছেন অর্থাৎ দু‘আয়ে কুনূত শিখিয়েছিলেন… (আবূ দাঊদ, হা/১৪৪৫; তিরমিযী, হা/৪৬৪; নাসাঈ, হা/১৭৪৫; মিশকাত, হা/১২৭৩)। আবূ মালেক আল আশজা‘ঈ রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার পিতাকে জিজ্ঞাসা করলাম, হে পিতা! আপনি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবূ বকর, ‘উমার, ‘উসমান, আর ‘আলী রযিয়াল্লাহু আনহুম-এর পেছনে কুফায় প্রায় পাঁচ বছর পর্যন্ত ছালাত আদায় করেছেন। এসব মর্যাদাবান ব্যক্তিগণ কি ‘দু‘আ কুনূত’ পড়তেন? তিনি জবাব দিলেন, হে আমার পুত্র! দু‘আ কুনূত (নিয়মিত) পড়া বিদ‘আত (তিরমিযী, হা/৪০২; মিশকাত, হা/১২৯২)।

প্রশ্নকারী : আদনান

পটিয়া, চট্টগ্রাম।


Magazine