উত্তর : পবিত্র অবস্থায় আযান দেওয়া মুস্তাহাব; ওয়াজিব নয় (আল মুগনী, ১/৪৫৮ পৃঃ)। বিধায় ছোট নাপাকি কিংবা বড় নাপাকি হোক যেকোন অবস্থায় আযান দিলে আযান শুদ্ধ হয়ে যাবে। তবে উত্তম হল, উভয় নাপাকি থেকে মুক্ত হয়ে পবিত্র অবস্থায় আযান দেওয়া (ফাতাওয়া লাজনাহ আদ-দায়িমাহ, ৬/৬৭ পৃঃ)।
-আকিমুল ইসলাম
জোতপাড়া, ঠাকুরগাঁও।
