কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৯) : ব্যাংক থেকে প্রাপ্ত সূদের অর্থ মসজিদ নির্মাণের জন্য দান করা যাবে কি?

উত্তর : হারাম উৎস থেকে প্রাপ্ত সম্পদ মসজিদ নির্মানের কাজে লাগানো যাবে না। কেননা মসজিদ একমাত্র আল্লাহর জন্য (সূরা জিন, ১৮)। আর আল্লাহ পবিত্র। পবিত্র ছাড়া তিনি কোন গ্রহণ করেন না (ছহীহ মুসলিম, হা/১০১৫; মিশকাত, হা/২৭৬০)। সূদের আদান-প্রদান শরী‘আতে সম্পূর্ণরূপে হারাম (সূরা বাক্বারাহ, ২৭৫)। জেনে-শুনে সূদের একটি টাকা ভক্ষণ করা নিজ মায়ের সাথে ছত্রিশবার যেনা করার চেয়েও বড় পাপ (মুসনাদে আহমাদ, হা/২২০০৭; মিশকাত, হা/২৮২৫)। তাই ব্যাংক থেকে প্রাপ্ত সূদ ছওয়াবের উদ্দেশ্য ছাড়াই সাধারণভাবে জনকল্যাণমূলক কোন কাজে দান করে দিবে। যেমন রাস্তাঘাট মেরামত করা, পানির উৎস তৈরি করে দেওয়া, শৌচাগার নির্মাণ করে দেওয়া, খাল খনন করে দেওয়া, মাদরাসা নির্মাণ করে দেওয়া ইত্যাদি (আল-মাজমূউ শারহুল মুহাযযাব, ৯/৩৪৮)।

প্রশ্নকারী : আশিক

 মিরপুর, ঢাকা।


Magazine