কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৮): আযান শুনেই ইফতার করা আবশ্যক নাকি চার্ট বা সময় দেখেও ইফতার করা যাবে?

উত্তর: সূর্যাস্ত হয়ে গেলে ইফতার করতে হবে। উমার ইবনু খাত্তাব রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যখন রাত এ দিক হতে ঘনিয়ে আসে, দিন এ দিক হতে চলে যায় এবং সূর্য ডুবে যায়, তখন ছায়েম ইফতার করবে’ (ছহীহ বুখারী, হা/১৯৫৪; ছহীহ মুসলিম, হা/১১০০)। এবং অন্য হাদীছের মধ্যে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারে বিলম্ব করা থেকে নিষেধ করেছেন, তিনি বলেন, ‘লোকেরা যতদিন শীঘ্র ইফতার করবে ততদিন তারা কল্যাণের উপর থাকবে’ (ছহীহ বুখারী, হা/১৯৫৭; ছহীহ মুসলিম, হা/১০৯৮)। আব্দুল্লাহ ইবনু আবূ আওফা রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে রওয়ানা দিলাম এবং তিনি ছওমরত ছিলেন। সূর্য অস্ত যেতেই তিনি বললেন, ‘তুমি সওয়ারী হতে নেমে আমাদের জন্য ছাতু গুলে আনো’। তিনি বললেন, হে আল্লাহর রাসূল! আর একটু সন্ধ্যা হতে দিন। তিনি বললেন, ‘তুমি নেমে যাও এবং আমাদের জন্য ছাতু গুলে আনো’। তিনি বললেন, হে আল্লাহর রাসূল! এখনো তো আপনার সামনে দিন রয়েছে। আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তুমি নেমে যাও এবং আমাদের জন্য ছাতু গুলে আনো’। অতঃপর তিনি সওয়ারী হতে নামলেন এবং ছাতু গুলে আনলেন। এরপর আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙুল দ্বারা পূর্বদিকে ইঙ্গিত করে বললেন, ‘যখন তোমরা দেখবে যে, রাত এদিক হতে আসছে, তখনই ছওম পালনকারী ইফতার করবে’ (ছহীহ বুখারী, হা/১৯৫৬)। এ হাদীছ প্রমাণ করে যে, সূর্য ডুবার সাথে সাথে ইফতার করতে হবে।

প্রশ্নকারী : ফজলে আবেদ

কাজীপাড়া, বোদা, পঞ্চগড়।


Magazine