কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৯) : ব্যবহৃত স্বর্ণের যাকাত দিতে হবে কি?

উত্তর : হ্যাঁ, ব্যবহৃত স্বর্ণের যাকাত দিতে হবে। এ মর্মে হাদীছে এসেছে, এক মহিলা আল্লাহর রাসূলের কাছে আসল, এমন অবস্থায় তার মেয়ের হাতে স্বর্ণের দুটি বালা ছিল। তা দেখে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি এর যাকাত আদায় কর? উত্তরে সে বলল, না। তখন রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে কি এটা আনান্দ দিতে পারে যে, আল্লাহ তাআলা এর বিনিময়ে ক্বিয়ামতের দিন আগুনের দুটি বালা পরাবেন। (এ কথা শুনে) সে বালা দুটি খুলে বলল, তা আল্লাহ ও তার রাসূলের জন্য (আবূ দাউদ, হা/১৫৬৩)। উম্মু সালামা রযিয়াল্লাহু আনহা হতে বণিত, তিনি পায়ে স্বর্ণের নূপুর ব্যবহার করতেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল! এটা কি কানয বলে গন্য করা হবে? উত্তরে তিনি বললেন, যা যাকাতের নেসাব পরিমাণ হয়ে যায় এবং তাতে যাকাত দেওয়া হয় তা কানয বলে বিবেচিত হবে না (দারাক্বুৎনী, হা/১৯৭৩)। অত্র হাদীছে যাকাত দিতে হবে না এমনটি বলেননি। বরং বলেছেন, যার যাকাত আদায় করা হয় তা কানয বলে বিবেচিত হবে না। অতএব যাকাত আদায় করতে হবে। আর অলংকারের ক্ষেত্রে যাকাত নেই মমে যে হাদীছ বণিত হয়েছে সেটিকে আলবানী রহিমাহুল্লাহ যঈফ বলেছেন (জামেউছ ছাগীর, হা/১০৩৭৪)।

প্রশ্নকারী : তাসকিয়া ‍সিদ্দীক

রাঙ্গামাটি।


Magazine