কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৭) : আমার ১৩ শতাংশ জমি আছে। জমিটি আমার বাবা চাষাবাদ করেন এবং উৎপন্ন ফসলাদি তিনিই ভোগ করেন। আমি চাকরির প্রয়োজনে বাইরে থাকি। এমতাবস্থায় উক্ত জমি বা ফসলাদির জন্য আমাকে যাকাত বা উশর দিতে হবে কি?

উত্তর : যিনি জমি চাষ করবেন তাকেই উশর দিতে হবে। এটাই যাকাতুল উশরের মূলনীতি (আল-মুগনী, ৩/৩০)। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে পিতাকেই উশর দিতে হবে।

প্রশ্নকারী : আব্দুল ওয়ারেছ

ক্ষেতলাল, জয়পুরহাট।


Magazine