কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫) : সমাজে প্রচলিত আছে, ‘মা মারা গেলে দুধ খাওয়া যাবে না। আর বাবা মারা গেলে কলা খাওয়া যাবে না’। উক্ত বিশ্বাস কি ঠিক?

উত্তর : উক্ত আক্বীদা সম্পূর্ণ ভিত্তিহীন এবং তা সামাজিক কুসংস্কার মাত্র। ইসলামে কুসংস্কারের কোনো স্থান নেই। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,‌لَا ‌عَدْوَى ‌وَلَا طِيَرَةَ وَلَا هَامَةَ وَلَا صَفَرَ ‘ছোঁয়াচে রোগ বলতে কিছুই নেই, অশুভ লক্ষণ বলতে কিছুই নেই, পেঁচার অনিষ্ট কিংবা ছফর মাসের পেটের পীড়া বলতে কিছুই নেই’ (ছহীহ বুখারী, হা/৫৭৫৭; ছহীহ মুসলিম, হা/২২২০)।

প্রশ্নকারী : হোসেন মোবারক

চিলমারী, কুড়িগ্রাম

Magazine