কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৯): অনেকেই কুরবানীর পশু যবেহ করার সময় পশুর গলাতে ছুরি দিয়ে অহেতুক খুচাখুচি করে। এমনটি করা কি জায়েয?

উত্তর: আল্লাহর নাম স্মরণ করে পশুর গলার দুই পাশের শিরাসহ শ্বাসনালী ও খাদ্যনালী কেটে দিলেই পশু যবেহ হয়ে যায় (ছহীহ বুখারী, হা/২৫০৭)। আর এভাবে অহেতুক গলায় ছুরি দিয়ে খুচাখুচি করাতে পশুকে কষ্ট দেওয়া হয়, যা জায়েয নয়। শাদ্দাদ ইবনু আওস রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রতিটি জিনিসের প্রতি ইহসান করা আবশ্যক করেছেন। অতএব, তোমরা কোনো লোককে হত্যা করলে উত্তম পন্থায় হত্যা করবে এবং কোনো কিছু যবেহ করার সময় উত্তম পন্থায় যবেহ করবে। তোমাদের মধ্যে কেউ যেন তার ছুরি ভালোভাবে ধারালো করে নেয় এবং যবেহ করার সময় পশুটিকে আরাম দেয় (তিরমিযী, হা/১৪০৯; ইবনু মাজাহ, হা/৩১৭০)।

প্রশ্নকারী : রবিউল ইসলাম

চাঁপাই নবাবগঞ্জ।


Magazine