কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৭): আমার বয়স ২৬। আমার অনেক বছরের ছিয়াম কাযা হয়ে গেছে। এখন আমার করণীয় কী?

উত্তর: রামাযান মাসের ছিয়াম ফরয। অসুস্থ বা মুসাফির হওয়ার কারণে ছিয়াম পালন করতে না পারলে পরবর্তী সময়ে তা কাযা করে নেওয়া আবশ্যক। আল্লাহ তাআলা বলেন, فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ ‘তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ অথবা সফরে রয়েছে (তার জন্য ছিয়াম না রাখার সুযোগ রয়েছে) এবং পরবর্তী সময়ে সে এই সংখ্যা পূর্ণ করবে (কাযা আদায় করে নিবে) (আল-বাকারা, ২/১৮৪)। অতএব, কয়েক বছরের ছিয়াম কাযা হয়ে গেলে সেগুলোর সংখ্যা হিসাব করা সম্ভব হলে কাযা করে নিতে হবে আর যদি কষ্টসাধ্য হয়, তাহলে কাযা করার প্রয়োজন নেই, সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে। আল্লাহ তাআলা বলেন, ‘আল্লাহ কারো উপর এমন কোনো দায়িত্ব চাপিয়ে দেন না, যা তার সাধ্যাতীত’ (আল-বাকারা, ২/২৮৬)।

প্রশ্নকারী : খন্দকার সাদাত

যাত্রাবাড়ি, ঢাকা।


Magazine