উত্তর : যদি ফজর উদিত হওয়ার আগে গোসল না করে, বরং অপবিত্র অবস্থায় সাহারী খেয়ে ছিয়াম থাকে তবুও তার ছিয়াম শুদ্ধ হবে। আবূ বাকর ইবনু ‘আব্দুর রহমান রহিমাহুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, আমি আমার পিতার সঙ্গে রওয়ানা হয়ে আয়েশা রযিয়াল্লাহু আনহা-এর নিকট পৌঁছলাম। তিনি বললেন, আমি আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাক্ষ্য দিচ্ছি, তিনি স্বপ্নদোষ ব্যতীতই স্ত্রী সহবাসের কারণে জুনুবী অবস্থায় সকাল পর্যন্ত থেকেছেন এবং এরপর ছিয়াম পালন করেছেন (ছহীহ বুখারী, হা/১৯৩১)। আবূ বাকর রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, একদা মারওয়ান তাকে উম্মু সালামা রযিয়াল্লাহু আনহা-এর নিকট পাঠালেন ঐ ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করার জন্য যার জানাবাতের (অপবিত্র) অবস্থায় ভোর হলো, সে ছিয়াম পালন করতে পারবে কি? তিনি বললেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্বপ্নদোষ ব্যতিরেকে স্ত্রী সহবাসের কারণে গোসল ফরয হওয়া অবস্থায় ভোর হত। এরপর তিনি ছিয়াম ভঙ্গও করতেন না এবং ছিয়ামের ক্বাযাও করতেন না (ছহীহ মুসলিম, হা/১১০৯)। তবে রোগ ব্যাধি না থাকলে ফজরের ছালাতের আগে অবশ্যই তাকে গোসল করে ছালাত আদায় করতে হবে।
প্রশ্নকারী : আমাতুল্লাহ, ঢাকা।