উত্তর : এমতাবস্থায় তাকে বারবার উপদেশ দিতে হবে। তার শয্যা পৃথক করে দিতে হবে। প্রয়োজনে শিক্ষামূলক কিছু শাস্তি প্রয়োগ করতে হবে। আর তাতেও সমাধান না হলে, উভয় পরিবার থেকে সালিশ নিযুক্ত করতে হবে। মহান আল্লাহ বলেন, ‘যাদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা কর, তাদের সদুপদেশ দাও, তাদের শয্যা পৃথক করো এবং প্রহার করো। যদি তাতে তারা বাধ্য হয়, তবে তাদের জন্য অন্য কোনো পথ অনুসন্ধান করো না। আর তাদের উভয়ের মধ্যে বিরোধ আশঙ্কা করলে তোমরা স্বামীর পরিবার থেকে একজন এবং স্ত্রীর পরিবার থেকে একজন সালিশ নিযুক্ত করো; তারা উভয়ে নিষ্পত্তি চাইলে আল্লাহ তাদের মধ্যে মীমাংসার অনুকূল অবস্থা সৃষ্টি করবেন। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, সবিশেষ অবহিত’ (আন-নিসা, ৪/৩৪-৩৫)। অত্র আয়াত প্রমাণ করে, যদি স্ত্রী তাতে সংশোধন না হয় তাহলে শরীআত সম্মত পদ্ধতিতে তাকে তালাক দিতে হবে।
প্রশ্নকারী : কামরুল ইসলাম
মেহেরপুর।