উত্তর: হিন্দু বা কোনো অমুসলিমকে সালাম দেওয়া যাবে না। এ মর্মে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াহুদি ও নাসাদেরকে প্রথমে সালাম দিও না। তাদের সাথে পথে দেখা হলে সংকীর্ণতার প্রতি বাধ্য কর। (মুসলিম, হা/২১৬৭; মিশকাত হা/৪৬৩৫)। তবে, তারা যদি সালাম দেয় তাহলে, শুধু “ওয়ালাইকুম” বলে উত্তর দিতে হবে। আনাস রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যখন কোনো আহলে কিতাব তোমাদেরকে সালাম দিবে তখন তোমরা বল “ওয়ালাইকুম” (ছহীহ বুখারী, হা/৫৯০৩; ছহীহ মুসলিম, হা/২১৬৩)।
প্রশ্নকারী : আরমান আবীর
চিরিরবন্দর, দিনাজপুর।