কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১২): ছালাতের রুকনসমূহ কী কী?

উত্তরকুরআন ও ছহীহ হাদীছে সুস্পষ্টভাবে ছালাতের রুকনসমূহ আলাদাভাবে বর্ণিত হয়নি। সুতরাং পৃথকভাবে রুকন বলা যায় না। তবে কুরআন ও ছহীহ হাদীছের ভিত্তিতে ছালাতের কিছু আমলকে ফরয বলা যায়। যথা- ১. দাঁড়াতে সক্ষম ব্যক্তির দাঁড়িয়ে ছালাত আদায় করা (আল-বাক্বারা, ২/২৩৮)। ২. তাকবীরে তাহরীমা তথা ‘আল্লাহু আকবার’ বলে দুই হাত কাঁধ অথবা কান পর্যন্ত উঠানো। মহান বলেন, ‘তোমার প্রভুর জন্য তাকবীর দাও’ (আল-মুদ্দাছছির, ৭৪/৩)। ৩. ও ৪. রুকূ ও সিজদা করা (আল-হজ্জ, ২২/৭৭)। ৫. ধীরস্থিরভাবে দাঁড়িয়ে থাকা, ৬. সিজদা থেকে মাথা উঠানো, ৭. দুই সিজদার মাঝে বসা, ৮. ধীরস্থিরতা অবলম্বন করা তথা প্রত্যেক রুকন ধীরস্থিরভাবে আদায় করা (ছহীহ বুখারী, হা/৭৫৭; ছহীহ মুসলিম, হা/৩৯৭; মিশকাত, হা/৭৯০)। ইত্যাদি ...

প্রশ্নকারী : মিনহাজ পারভেজ

হড়গ্রাম, রাজশাহী।


Magazine