কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১১): পেশাব করে কুলুখ ধরে উঠে যাওয়ার পরও দুই-তিন ফোটা পেশাব পড়ে যায়, সেই ক্ষেত্রে করণীয় কী?

উত্তর: পেশাব-পায়খানার পর পানি দ্বারাই পবিত্রতা অর্জন করতে হবে; ঢিলা-কুলুখ নয়। আনাস রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানায় যেতেন আমি এবং অন্য এক বালক পানির পাত্র ও বর্শা নিয়ে যেতাম। সে পানি দিয়ে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতা অর্জন করতেন (ছহীহ বুখারী, হা/১৫২)। এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। কেননা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘বেশির ভাগ কবরে আযাব পেশাব থেকে অসতর্কতার কারণেই হয়ে থাকে’ (ইবনে মাজাহ, হা/৩৪৮)। যদি পেশাবের ফোটা পড়ার ব্যাপারে নিশ্চিত হন, তাহলে পেশাব লাগার স্থানটি ধুয়ে ফেলে প্রত্যেক ছালাতের জন্য ওযূ করা আবশ্যক (ছহীহ বুখারী, হা/১৩৫)। আর ওযূর পর সন্দেহ হলে পানি ছিটিয়ে দিবে। বানূ ছাফীফের এক ব্যক্তি হতে এবং তিনি তার পিতা হতে বর্ণনা করেছেন, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে পেশাব করার পর তাঁর লজ্জাস্থানে পানি ছিটাতে দেখেছি (আবূ দাঊদ, হা/১৬৭)।

প্রশ্নকারী: নাম প্রকাশে অনিচ্ছুক।



Magazine