উত্তর : ইসলামী শরীআতে যাদের সাথে বিবাহ নিষিদ্ধ তারাই মাহরামের অন্তর্ভুক্ত। মহিলাদের জন্য মাহরামের অন্তর্ভুক্ত পুরুষগণ হলো : পিতা, চাচা, মামা, দাদা, নানা, ভাই, ভাতিজা, ভাগিনা, নাতি (ছেলের ছেলে), নাতি (মেয়ের ছেলে), শশুর, যৌন কামনাহীন পুরুষ এবং নারীর গোপনাঙ্গ সম্পর্কে অজ্ঞ শিশু (আন-নূর, ২৪/৩১)।
আর পুরুষদের জন্য মাহরামের অন্তর্ভুক্ত মহিলারা হলো : মা, মেয়ে, বোন, ফুফু, খালা, ভাতিজী, ভাগ্নি, দুধ মা, দুধ বোন, শাশুড়ী, ছেলের স্ত্রী, সহোদরা দুই বোনকে একত্রে, স্ত্রীর পূর্ব স্বামীর ঔরসজাত মেয়ে (যারা অভিভাবকত্বে রয়েছে) (আন-নিসা, ৪/২৩)। উল্লেখ্য যে, মহিলাদের জন্য ফুপা-খালু এবং পুরুষদের জন্য চাচি-মামি মাহরামের অন্তর্ভুক্ত নয়। তাই তাদের সাথেও পর্দা করতে হবে।
প্রশ্নকারী : মামুন
মিঞাপাড়া, রাজশাহী।