কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৬) : মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পিতা-মাতা জান্নাতী না জাহান্নামী?

উত্তর : মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পিতা-মাতা উভয়েই জাহান্নামী। কেননা তারা মুশরিক অবস্থায় মারা গেছেন। তাছাড়া তাদের ক্ষমা প্রার্থনার জন্য তিনি আল্লাহর নিকট হতে কোন অনুমতিও পাননি। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু বলেন, ‘একবার রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর মাতার কবর দেখতে গিয়ে নিজে কাঁদলেন এবং তার চতুষ্পার্শ্বের লোকদেরকেও কাঁদালেন। তারপর তিনি বললেন, আমি আমার প্রতিপালকের নিকট তার জন্য ক্ষমা প্রার্থনার অনুমতি চেয়েছিলাম। কিন্তু তিনি আমাকে অনুমতি দেননি। তবে তার কবর যিয়ারতের অনুমতি চাইলে তিনি আমাকে অনুমতি দেন’ (ছহীহ মুসলিম, হা/৯৭৬; মিশকাত, হা/১৭৬৩)। আনাস রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, জনৈক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমার পিতা কোথায়? তদূত্তরে বললেন, ‘তোমার পিতা জাহান্নামে’। অতঃপর সে ফিরে যাচ্ছিল। তখন তিনি বললেন, ‘আমার পিতা ও তোমার পিতা উভয়েই জাহান্নামে’ (ছহীহ মুসলিম, হা/২০৩; আবুদাঊদ, হা/৪৭১৮; মুসনাদে আহমাদ, হা/১২২১৩; ছহীহ ইবনু হিববান, হা/৫৭৮)।

প্রশ্নকারী : জিকু চৌধুরী

মোহনগঞ্জ, নেত্রকোনা।


Magazine