কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৭) : ছেলে সন্তানের জন্য দু’টি ছাগলে আক্বীক্বা দিতে হয়। কিন্তু সামর্থ্য না থাকলে একটি ছাগল দেয়া যাবে কি?

উত্তর : যাবে। আলী রযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রযিয়াল্লাহু আনহু-এর পক্ষ থেকে একটি ছাগল আক্বীক্বা দিয়েছিলেন এবং কন্যা ফাতেমাকে বলেছিলেন, ‘হাসানের মাথার চুলের ওযনের সমান রূপা ছাদাক্বা করো’ (তিরমিযী, হা/১৫১৯)।

প্রশ্নকারী : আসাদুল্লাহ

রংপুর।


Magazine