উত্তর: রেশমী কাপড় কিংবা রেশম মিশ্রিত কাপড় পুরুষের জন্য ব্যবহার করা হারাম আর নারীদের জন্য বৈধ। তবে দুই, তিন বা চার আঙুল পরিমাণ ব্যবহার করার অনুমতি রয়েছে। এর চেয়ে বেশি বৈধ নেই। আবূ মূসা আশআরী রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আমার উম্মতের নারীদের জন্য সোনা ও রেশমী পোশাক বৈধ করা হয়েছে, কিন্তু পুরুষের জন্য তা হারাম করা হয়েছে’ (মুসনাদে আহমাদ, হা/১৯৫০৩; আস-সুনানুল কুবরা, হা/৯৩৮৭)। সুওয়াইদ ইবনু গাফালা বলেন, উমার রাযিয়াল্লাহু আনহু জাবিয়ায় খুৎবা প্রদান করে বললেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশমী পোশাক পরিধান করা নিষেধ করেছেন। তবে এক, দুই, তিন বা চার আঙুল পরিমাণ ব্যবহারের অনুমতি দিয়েছেন (ছহীহ মুসলিম, হা/২০৬৯; তিরমিযী, হা/১৭২১)। তথা সমগ্র কাপড়ে সংমিশ্রণ না করে কাপড়ের পাড় হিসেবে কোনো এক সাইডে সামান্য পরিমাণ ব্যবহার করা যেতে পারে। যেহেতু প্রশ্নকারীর বক্তব্য অনুযায়ী পুরো কাপড়ের মাঝে ২% রেশম মিশ্রিত থাকে, সেহেতু তা পরিধান করা যাবে না।
প্রশ্নকারী : মো. সোহানুর রহমান
ঢাকা।