কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৮): আমি যদি বাবা-মাকে না জানিয়ে তাদের টাকা খরচ করি ও পরবর্তীতে তাদেরকে না জানিয়ে আবার রেখে দেই, তাহলে কি আমি গুনাহগার হব?

উত্তর: এ ধরনের কর্ম থেকে বিরত থাকতে হবে। কেননা কারো মাল অন্যায়ভাবে ভক্ষণ করা হারাম। মহান আল্লাহ বলেন, ‘হে ঈমানদারগণ! তোমরা পরস্পর অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করো না’ (আন-নিসা, ৪/২৯)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘এক মুসলিমের উপর অপর মুসলিমের রক্ত, ধন-সম্পদ ও সম্মান হারাম’ (ছহীহ মুসলিম, হা/২৫৬৪; সুনানে ইবনু মাজাহ, হা/৩৯৩৩)। এক্ষণে টাকা যদিও বাবা-মাকে ফিরিয়ে দেয়, তবুও আল্লহর কাছে ক্ষমা চাইতে হবে।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।



Magazine