কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৮) : কোনো অমুসলিমকে সালাম দেওয়া যাবে কি?

উত্তর : কোনো অমুসলিমকে প্রথমে সালাম দেওয়া যাবে না। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা ইয়াহূদী ও খ্রিষ্টানদের প্রথমে সালাম দিও না’ (ছহীহ মুসলিম, হা/২১৬৭)। তবে তারা যদি সালাম দেয় তাহলে শুধুমাত্র ‘ওয়া আলাইকুম’ বলতে হবে। আনাস রযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘ইয়াহূদী ও খ্রিষ্টানরা যখন তোমাদেরকে সালাম দিবে তখন তোমরা বলবে ওয়া আলাইকুম’ (ছহীহ বুখারী, হা/৬২৫৮; ছহীহ মুসলিম, হা/২১৬৩)।

প্রশ্নকারী : সানাউল্লাহ

চাঁপাই নবাবগঞ্জ।


Magazine