কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২১): ফোনে বা কারো কাছ থেকে সিজদার আয়াত তিলাওয়াত শুনলে, শ্রোতাদের কি সিজদা দেওয়া ওয়াজিব?

উত্তর: কোনো ব্যক্তি তিলাওয়াত করুক বা শুনুক তিলাওয়াতে সিজদা সুন্নাত। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাজমের মধ্যে সিজদা করলেন এবং তাঁর সঙ্গে মুসলিম, মুশরিক, জিন ও মানব সবাই সিজদা করল (ছহীহ বুখারী, হা/১০৭১)। উমার রাযিয়াল্লাহু আনহু বলেন, হে লোক সকল! আমরা যখন সিজদার আয়াত তিলাওয়াত করি, তখন যে সিজদা করবে সে ঠিকই করবে, যে সিজদা করবে না তার কোনো গুনাহ নেই। তার বর্ণনায়, (বর্ণনাকারী বলেন) আর উমার রাযিয়াল্লাহু আনহু সিজদা করেননি (ছহীহ বুখারী, হা/১০৭৭)।


Magazine