কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৯) : অনেকের অল্প বয়সে রোগ-ব্যাধির কারণে চুল সাদা হয়ে যায়।এজন্য তারা কালো কলপ লাগাতে পারবে কি?

উত্তর : না, পারবে না। কেননা কলপ বা কালো খেযাব ব্যবহার করা নিষিদ্ধ। জাবের রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা সাদা চুল কালো করা থেকে বেঁচে থাক’ (ছহীহ মুসলিম, হা/২১০২)। তিনি আরও বলেছেন, ‘শেষ যামানায় এমন কিছু লোক হবে যারা কবুতরের বক্ষের ন্যায় কালো রঙের খেযাব দিয়ে চুল কালো করবে। তারা জান্নাতের সুগন্ধিও পাবে না’ (আবূ দাঊদ, হা/৪২১২; নাসাঈ, হা/৫০৭৫)। সুতরাং অবশ্যই কালো খেযাব লাগানো থেকে বিরত থাকতে হবে।

প্রশ্নকারী: আহমাদুল্লাহ

চাঁপাই নবাবগঞ্জ।


Magazine