উত্তর : কোনো কাজে বাজি ধরা জায়েয নয়। কেননা বাজিও জুয়ার অন্তর্ভুক্ত। আব্দুল্লাহ ইবনু উমার রযিয়াল্লাহু আনহুমা বলেন, তীর নিক্ষেপে বাজি ধরা জুয়ার অন্তর্ভুক্ত (আল-আদাবুল মুফরাদ, হা/১২৬০)। জুয়ামূলক সকল কাজকে মহান আল্লাহ হারাম করেছেন। তিনি বলেন, ‘হে মুমিনগণ! নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তির বেদী এবং শুভ-অশুভ নির্ণয়ের তীর এসব গর্হিত বিষয়, শয়তানী কাজ। সুতরাং এ থেকে সম্পূর্ণরূপে দূরে থাকো, যেন তোমাদের কল্যাণ হয় (আল-মায়েদা, ৯০)।
প্রশ্নকারী : নাঈম
মোহনপুর, রাজশাহী।