কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৪) : আমি উট কুরবানী করার মানত করেছিলাম। কিন্তু বর্তমান সরকারের নিষেধাজ্ঞার কারণে বাজারে উট বিক্রি বন্ধ করে দেয়া হয়েছে। এখন আমার করণীয় কী?

উত্তর : আল্লাহ তাআলার আনুগত্যের কাজে কেউ কোনো মানত করলে সেটি পুরা করা তার ওপর ফরয। কেননা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি এরূপ মানত করে যে, সে আল্লাহর আনুগত্য করবে, সে যেন তাঁর আনুগত্য করে। আর যে মানত করে, সে আল্লাহর নাফারমানী করবে, সে যেন তাঁর নাফারমানী না করে’ (ছহীহ বুখারী, হা/৬৬৯৬)। কিন্তু মানত পুরা করা যদি সম্ভব না হয়, তাহলে তাকে কসমের কাফফারা দিতে হবে। কেননা ইবনু আব্বাস রযিয়াল্লাহু আনহুমা বলেছেন, কেউ নাম উল্লেখ (নির্দিষ্ট) না করে মানত করলে তার কাফফারা হলো কসম ভঙ্গের কাফফারা। কেউ গুনাহের কাজে মানত করলে তার কাফফারা হলো কসম ভঙ্গের কাফফারা। কেউ যদি এমন মানত করে যা পূর্ণ করা তার সামর্থ্যের বাইরে, তাহলে তার কাফফারা হবে কসম ভঙ্গের কাফফারা। কোনো ব্যক্তি যদি সামর্থ্য অনুযায়ী মানত করে তবে সে যেন তা পূর্ণ করে (মুছান্নাফ ইবনু আবী শায়বাহ, ৩/৪৭২; আল মুগনী, ১০/৭২)। এমতাবস্থায় তাকে কসমের কাফফারা দিতে হবে।

প্রশ্নকারী : ইমরান সরকার

পশ্চিমবঙ্গ, ভারত।


Magazine