কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১২) : ইমামের পিছনে ছালাত পড়লে কি ‘আল্লাহু আকবর’ ‘সামি’আল্লাহু লিমান হামিদাহ’ বলা ফরয? না বললে ছালাত হবে কি?

উত্তর : ইমাম নিযুক্ত করা হয় তার অনুসরণের জন্য। সুতরাং ইমাম যা যা করবে মুক্তাদীদের তা তা করা ফরয। অর্থাৎ ইমাম তাকবীর দিলে মুক্তাদীও তাকবীর দিবে। আনাস ইবনু মালেক রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ ، فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا ، وَإِذَا رَكَعَ فَارْكَعُوا ، وَإِذَا سَجَدَ فَاسْجُدُوا ‘ইমাম নিযুক্ত করা হয়েছে তার অনুসরণের জন্য। অতএব যখন সে তাকবীর দিবে তখন তোমরা তাকবীর দিবে, যখন সে রুকূ করবে তখন তোমরাও রুকূ করবে আর যখন সে সিজদা করবে তখন তোমরাও সিজদা করবে’ (ছহীহ বুখারী, হা/৩৭৮; ছহীহ মুসলিম, হা/৪১১)। তবে ইমাম ‘সামি’আল্লাহু লিমান হামিদাহ’ বলার সময় ‘সামি’আল্লাহু লিমান হামিদাহ’ না বলে মুক্তাদী তার পরে ‘রব্বানা লাকাল হামদ’ বলবে (ছহীহ বুখারী, ৬৮৯; ছহীহ মুসলিম, হা/৪০৪)। সুতরাং স্বচ্ছায় ইমামের পিছনে তাকবীর, তাসবীহ কোনো কিছুই ছাড়া যাবে না। তবে ভুলে যদি ছুটে যায় তাহলে ছালাত হয়ে যাবে। এর জন্য মুক্তাদীকে কোনো সাহু সিজদা দিতে হবে না। কেননা ইমামের পিছনে মুক্তাদীর ব্যক্তিগত ভুলের কারণে সাহু সিজদা নেই।

-সৌরভ

কালিয়াকৈর, গাজীপুর।


Magazine