কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৪): মেসেঞ্জার বা অনলাইনে কারো সাথে কথা বলা শেষ হলে, বৈঠক ভঙ্গের দু‘আ পড়া যাবে কি?

উত্তর: কেউ কারো সাথে একাকী কথা বলা শেষে সালাম বিনিময় করবে আর সভা, মিটিং, প্রোগ্রাম, কোনো আলোচনার বৈঠক বা অনুষ্ঠানসমূহের শেষে উক্ত দু‘আ পাঠ করতে হবে। সেক্ষেত্রে অনলাইনে কোনো প্লাটফর্মে যদি অনেকের অংশগ্রহণে কোনো আলোচনা বা বৈঠক আয়োজিত হয়, তাহলে উক্ত দু‘আ পড়তে হবে। দু‘আটি হলো, سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ ‘হে আল্লাহ! তুমি পবিত্র এবং সমস্ত প্রশংসা তোমার জন্য। আমি সাক্ষ্য দেই যে, তুমি ব্যতীত আর কোনো মা‘বূদ নেই, তোমার কাছে আমি ক্ষমা প্রার্থনা করি এবং তোমার দিকেই প্রত্যাবর্তন করি। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে লোক কোনো মজলিসে বসে সেখানে প্রয়োজন ছাড়া অনেক কথাবার্তা হয়, সে উক্ত মজলিস হতে উঠে যাওয়ার আগে যদি উক্ত দু‘আ বলে; তাহলে উক্ত মজলিসে তার ভুলত্রুটি ও গুনাহ ক্ষমা করে দেওয়া হবে’ (তিরমিযী, হা/৩৪৩৩)।
প্রশ্নকার : হোসনে মোবারক
চিলমারী, কুড়িগ্রাম।


Magazine