উত্তর: রুকু না পেলে রাকাত গণ্য হবে না।مَنْ أدرَكَ الرَّكعَةَ قَبلَ أن يَرفَعَ الإمامُ رَأسَه فقَد أَدْرَكَ السَّجدَةَ ‘যে ব্যক্তি ইমাম মাথা উত্তোলনের পূর্বে ইমামকে (রুকুতে) পেল, সে সাজদা তথা রাকআত পেল (সুনানুল কুবরা বায়হাক্বী, হা/২৫৮৬ ‘সনদ জায়্যেদ’)।
আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আমরা সিজদারত অবস্থায় তোমরা যখন ছালাতে আসবে, তখন সিজদা করবে। তবে তাকে কোনো কিছু (রাকআত) গণ্য করবে না (আবূ দাউদ, হা/৮৯৩)। অত্র হাদীছে সিজদাকে রাকআত হিসাবে গণ্য করা হয়নি। যা প্রমাণ করে যে, রুকু রাকআত হিসাবে গণ্য। অতএব আপনার ছালাত তিন রাকআত হয়েছে। এমতাবস্থায় করণীয় হচ্ছে যে কয় রাকআত ছুটে গেছে তা পূর্ণ করে নেওয়া। অর্থাৎ আপনার জন্য আরেক রাকআত ছালাত পড়ে সাহু সিজদা করায় যথেষ্ঠ হবে (ছহীহ বুখারী, হা/১১৬৯)।
প্রশ্নকারী : আশফাকুর রহমান, মাদারীপুর।