কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১০) : বিড়ি বা তামাকের কারখানায় কাজ করলে তার ছালাত কবুল হবে কি?

উত্তর : প্রত্যেক নেশাদার বস্ত্তই হারাম (আবুদাঊদ, হা/৩৬৮৭; মিশকাত, হা/৩৬৫২)। তামাক নেশাদার বস্ত্তর অন্তর্ভুক্ত হওয়ায় তা হারাম। অতএব তামাক উৎপাদন করা, এর কারখানায় কাজ করা কিংবা ব্যবসা করা সবই হারাম। ফলে তার ছালাত কবুল হবে না। কেননা মহান আল্লাহ নিজে পবিত্র। আর পবিত্র ছাড়া তিনি গ্রহণ করেন না (ছহীহ মুসলিম, হা/১০১৫; মিশকাত, হা/২৭৬০)।

প্রশ্নকারী : জাহিদুল ইসলাম

ময়মনসিংহ।


Magazine