কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন : (২৭) আমি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এর কাজ করি। ক্লায়েন্টের আবেদনে আমি ওয়েবসাইট ডিজাইনে নারীর ছবি ব্যবহার করি। আমার প্রশ্ন হলো- এই উপার্জন আমার জন্য হালাল হবে কি? উল্লেখ্য যে, আমি যে ডিজাইন করছি তার উদ্দেশ্য সূদ, ঘুষ, মিথ্যা, হারাম পণ্যের প্রচার ও অশ্লিলতা ছড়ানো নয়।

উত্তর : ইনকামের টাকা হারাম হওয়ার জন্য ইনকামের মধ্যে একটি হারাম থাকাই যথেষ্ট বা একটি নারী ছবি অ্যাড দেওয়াই যথেষ্ট, অন্যান্য হারামের সাথে সম্পৃক্ত হওয়া জরুরী নয়। কেননা এই নারীর ছবি যত জন পুরুষ মানুষ দেখবে তত জনই চোখের গুনাহ করে হারাম কাজ করবে এবং সেই গুনাহর একটি অংশ আপনার ঘাড়ে এসে বর্তাবে। আর হারাম কাজে সহযোগিতা করা হারাম। মহান আল্লাহ বলেন, ‘তোমরা কল্যাণ ও তাক্বওয়ার কাজে পরস্পর সহযোগিতা করো এবং পাপ ও নাফরমানীর কাজে সহযোগিতা করো না’ (আল-মায়েদা, ৫/২)। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি মানুষকে সৎ আমলের দিকে ডাকবে, যারা তা আমল করবে এবং নেকী পাবে সে তাদের সমপরিমাণ নেকী পাবে। এটা তাদের নেকী থেকে বিন্দু পরিমাণ নেকী কমানো হবে না। আর যে ব্যক্তি মানুষকে পাপের পথ দেখাবে, তার জন্য তাদের সমপরিমাণ পাপ বরাদ্দ থাকবে যারা ঐ পাপের কাজে জড়িয়ে পড়বে। এটা তাদের পাপ থেকে বিন্দু পরিমাণ পাপ হ্রাস করবে না’ (ছহীহ মুসলিম, হা/২৬৭৪ আবূ দাঊদ, হা/৪৬০৯)।

-মাইনুল ইসলাম

আগ্রাবাদ, সিডিএ, চট্টগ্রাম।


Magazine