কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৭) : প্রতি বছরই আমি নির্দিষ্ট সময়ে যাকাত বের করে থাকি। কিন্তু এ বছর যাকাত বের করার সাত মাস পূর্বে আমার শাশুড়ির দেয়া কিছু গহনা (এক জোড়া বালা ও কানের দুল) আমার হস্তগত হয়েছে। এমতাবস্থায় আমি কি এ বছর জিনিসগুলোর যাকাত দিয়ে দিব?

উত্তর : যাকাত ফরয হওয়ার জন্য দুটি শর্ত- ১. নেসাব পূর্ণ হওয়া এবং ২. নেসাবের উপর পূর্ণ এক বছর অতিক্রম করা। ইবনু উমার রযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যদি বছরের মাঝে কারো সম্পদ লাভ হয়, তবে উক্ত মালিকের নিকট বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তাতে যাকাত নেই’ (মিশকাত, হা/১৭৮৭)। এই হাদীছ প্রমাণ করে যাকাতের নেসাব পূর্ণ হওয়ার এক বছর পর ব্যক্তির উপর যাকাত ফরয হয়। সুতরাং যে সম্পদে বছর পূর্ণ হয়েছে তার যাকাত অবশ্যই প্রদান করবে। তবে বছর পূর্ণ না হলেও যাকাত দেয়া যায়। যাকে ‘الزكاة المعجلة’ বা ‘অগ্রিম যাকাত প্রদান’ বলা হয়। আলী রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমার রাযিয়াল্লাহু আনহু-কে বলেছিলেন, আমরা বছরের প্রথমেই আব্বাস রাযিয়াল্লাহু আনহু-এর এই বছরের যাকাতও নিয়ে নিয়েছি (তিরমিযী, হা/৬৭৯, হাদীছ হাসান)। অতএব, পরবর্তীতে যে সম্পদ হস্তগত হয়েছে তা নেসাব পরিমাণ হলে অগ্রিম যাকাত দেওয়া যায়।

-সৈয়দা নাজনীন আক্তার

৭১৪ পূর্ব মানিকদী, ক্যান্টনমেন্ট, ঢাকা ১২০৬।
    
Magazine