কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৯): মহিলারা তাদের পিতামাতার কবরে গিয়ে কবরের পাশে দাঁড়িয়ে দু‘আ করতে পারবে কি?

উত্তর: হ্যাঁ, মহিলারা পিতামাতার কবরে গিয়ে তাদের কবর যিয়ারত করতে পারে। তবে সেখানে গিয়ে বিলাপ করতে পারবে না। আনাস রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের নিকট ক্রন্দনরত এক মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন বলেছিলেন, ‘আল্লাহকে ভয় করো, ধৈর্য ধারণ করো’ (ছহীহ বুখারী, হা/১২৫২)। আয়েশা রাযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি যখন সেই ঘরে প্রবেশ করতাম যেখানে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, তখন আমি আমার চাদর খুলে রাখতাম। আমি মনে মনে বলতাম, তিনি তো আমার স্বামী আর অপরজনও আমার পিতা। কিন্তু যখন উমারকে এখানে তাদের সাথে দাফন করা হলো, আল্লাহর কসম! তখন থেকে আমি যখনই ঐ ঘরে প্রবেশ করেছি, উমারের কারণে লজ্জায় শরীরে চাদর পেঁচিয়ে রেখেছি (মুসনাদে আহামদ, হা/২৫৬৬০)।
মুজাহিদুল ইসলাম
ভবানিপুর, বাবুলিয়া, সাতক্ষীরা।


Magazine