কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২১): জামাআতে ছালাত আদায়কালে (বিশেষ করে যখন ইমাম কিরাআত করেন না) মুক্তাদী সূরা ফাতিহা শেষ করার আগেই যদি ইমাম রুকূতে চলে যান, তাহলে কি ফাতিহা শেষ করে রুকূতে যাবে, নাকি যে অবস্থায় আছে সে অবস্থাতেই রুকূতে যাবে?

উত্তর: মুক্তাদী যে অবস্থায় আছে সে অবস্থায় সূরা ফাতিহা ছেড়ে রুকূতে চলে যাবে। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘নিশ্চয় ইমামকে নির্ধারণ করা হয়েছে তাঁর অনুসরণ করার জন্য। সুতরাং তোমরা তার বিরোধিতা করো না। তিনি যখন রুকূ করবেন, তখন তোমরাও রুকূ করবে’ (ছহীহ বুখারী, হা/৭২২)।

প্রশ্নকারী : মো. তানভীর হাসান রায়হান

অক্সিজেন মোড়, চট্টগ্রাম।


Magazine