উত্তর: মহিলারা কবর যিয়ারত করতে পারে। তবে তারা সেখানে গিয়ে বিলাপ করতে পারবে না। যদি বিলাপ করার আশঙ্কা থাকে, তাহলে এমন নারী কবর যিয়ারত করা থেকে বিরত থাকবে। বাড়ি থেকেই কবর বাসীর জন্য দু‘আ করবে। আনাস ইবনু মালেক রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বিলাপ করে ক্রন্দরত কোনো এক মহিলার পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তা দেখে তিনি তাকে বললেন, আল্লাহকে ভয় করো, ধৈর্য ধারন করো (ছহীহ বুখারী, হা/১২৫২)। ইবনু বুরায়দা তার পিতা থেকে বর্ণনা করেন। তার পিতা বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আমি তোমাদের কবর যিয়ারত করতে নিষেধ করেছিলাম তোমরা এখন কবর যিয়ারত করতে পার। কেননা তা পরকালের কথা স্মরণ করিয়ে দেয়’ (মুসনাদে আহমাদ, হা/২৩০৫৫)।
প্রশ্নকারী : ফয়সাল আহমেদ
শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।