উত্তর : হজ্জে যাওয়ার পূর্বে ও হজ্জ থেকে এসে খানাপিনার অনুষ্ঠান করার শারঈ কোনো বিধান নেই। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সফর থেকে ফিরে এসে খানাপিনার অনুষ্ঠান করেছিলেন (বুখারী হা/৩০৮৯; মিশকাত হা/৩৯০৫)। যেহেতু হজ্জ সফরও একটি সফর সেহেতু কেউ চাইলে হজ্জ থেকে ফিরে এসে খানাপিনার অনুষ্ঠান করতে পারে। তবে তা জরুরী নয়।
প্রশ্নকারী : আব্দুর রহীম
পলাশপোল, সাতক্ষীরা।