উত্তর : এমন ব্যক্তিকে যদি গোসল করানো সম্ভব হয় তাহলে গোসল করাতে হবে। আর যদি দূর্ঘটনার কারণে এমনভাবে বিভৎস হয়ে যায় বা পুড়ে অঙ্গার হয়ে যায় যাকে গোসল করানো অসম্ভব বা গোসল করালে গলে যাবে ইত্যাদী। তাহলে এমন মৃত ব্যক্তিকে তায়াম্মুম করিয়ে কাফন দিতে হবে। কেননা তায়াম্মুম গোসলের স্থলাভিষিক্ত (আল-মুগনী, ২/২১০ পৃ.; মাজমু’উল ফতওয়া ইবুন বায, ১৩/১২৩ পৃ.; মাজমু’উল ফতওয়া ইবনু উছায়মীন, ১৭/৫০ পৃ.)। মহান আল্লাহ বলেন, ‘فَاتَّقُوا اللَّهَ مَا اسْتَطَعْتُمْ ‘যথাসাধ্য আল্লাহকে ভয় করো’ (আত-তাগাবূন, ১৬)।
-সাজিবুল ইসলাম
গাজিপুর।