উত্তর : না, এমতাবস্থায় তাকে ইমামের হাতে কালেমা পাঠ করতে হবে না। বরং তওবা করে ছালাত আদায় শুরু করার মাধ্যমে সে ফিরে আসবে। মহান আল্লাহ বলেন, ‘বলুন! যারা কুফরী করেছে তারা যদি তা হতে বিরত থাকে তাহলে তাদের পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে’ (আল-আনফাল, ৮/৩৮)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তওবা পূর্বের যা কিছু আছে তা মিটিয়ে দেয় আর ইসলাম তার পূর্বের যা কিছু আছে তা মিটিয়ে দেয় (ছহীহ মুসলিম, হা/১২১; মিশকাত, হা/২৮)।
-এস এইচ খান
রংপুর।