কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৮): উৎপাদনশীল কোনো প্রতিষ্ঠান যদি কোনো বিদেশী ইয়াহূদী বা খ্রিষ্টানের প্রতিষ্ঠান থেকে কাঁচামাল কিনে, তাহলে ঐ প্রতিষ্ঠানে চাকরি করা কি বৈধ হবে?

উত্তর: হালাল পণ্যের কাঁচামাল হলে যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে তা নেওয়া যায়। আয়েশা রাযিয়াল্লাহু আনহা বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোকের কাছ থেকে বাকিতে খাদ্য (আটা) ক্রয় করেন এবং বন্ধক হিসাবে তার কাছে একটি বর্ম জমা রাখেন (ছহীহ বুখারী, হা/২০৬৮)। তবে উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি ইসলাম ও মুসলিমদের ক্ষতি করার কাজে রত থাকে কিংবা তার উপার্জিত সম্পদ দিয়ে ইসলামের বিরুদ্ধে সাহায্য করে, তাহলে এমন কারো কাছে পণ্য ক্রয়-বিক্রয় করা জায়েয নয়। মহান আল্লাহ বলেন, ‘দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি কিংবা তোমাদেরকে তোমাদের বাড়ি-ঘর থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় ব্যবহার করতে এবং তাদের প্রতি ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। নিশ্চয় আল্লাহ ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন’ (মুমতাহিনা, ৬০/০৮)।

প্রশ্নকারী : মোহাম্মদ ইব্রাহীম মুন্না

গাজীপুর।

Magazine