উত্তর : কবরস্থানের যে অংশে কবর রয়েছে সেখানে ফসলাদী আবাদ করা ও গাছ লাগানো ঠিক নয়। বরং কাঁটাযুক্ত বৃক্ষ সেখান থেকে দূর করা উচিত। কেননা কবরস্থানে গাছগাছালি থাকলে মানুষ প্রয়োজনে-অপ্রয়োজনে সেখানে যাতায়াত করবে। ফলে কবরস্থানের মান-মর্যাদা রক্ষা করা যাবে না। অথচ রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানের উপর বসতে নিষেধ করেছেন (ছহীহ মুসলিম, হা/৯৭২; মিশকাত, হা/১৬৯৮)। তবে যে স্থানে কবর হয়নি অথবা কবর থাকার কোনো চিহ্নও পাওয়া যায় না, এমন জায়গায় কবরস্থানের উন্নতির জন্য আবাদ করা যেতে পারে।
প্রশ্নকারী : রবিউল ইসলাম
বোদা, পঞ্চগড়।