কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১১) : আওয়াল ওয়াক্তে ছালাত আদায়ের নেকী বেশি, না-কি জামাআতে আদায়ের নেকী বেশি? কোনো ব্যক্তি আওয়াল ওয়াক্তে ছালাত আদায় করার পর পুনরায় জামাআতে ছালাত আদায় করতে পারবে কি?

উত্তর : আওয়াল ওয়াক্ত বলতে ছালাতের সময়ের প্রারম্ভ নয়। বরং একটি নির্ধারিত সময় পর্যন্ত ছালাতের আওয়াল ওয়াক্ত গণ্য। সুতরাং কোথাও যদি ১০ মিনিট পূর্বে শুরু না হয়ে ১০ মিনিট পরেও শুরু হয় তখন তাদের সাথে জামাআতে ছালাত পড়াই উত্তম হবে। আব্দুল্লাহ ইবনু উমার রযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘একাকী ছালাত আদায় করা অপেক্ষা জামাআতের সাথে ছালাত আদায় করলে ২৭ গুণ নেকী বেশি হয়’ (ছহীহ বুখারী, হা/৬৪৫; ছহীহ মুসলিম, হা/৬৫০; মিশকাত, হা/১০৫২)। তবে যদি ওয়াক্তের শেষ সময়ে জামাআত শুরু হয় এবং তা নিয়মিত হয় তাহলে সে ক্ষেত্রে একাকী হলেও আওয়াল ওয়াক্তে ছালাত পড়বে। উম্মু ফারওয়া রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করা হলো, ‘কোন আমলটি সর্বোত্তম? তিনি বললেন, ছালাতকে তার প্রথম ওয়াক্তে আদায় করা’ (আবূ দাঊদ, হা/৪২৬, তিরমিযী, হা/১৭০)।

কোনো ব্যক্তি আওয়াল ওয়াক্তে ছালাত আদায় করার পর পুনরায় জামাআতে ছালাত আদায় করতে পারে। তবে তখন তার এ ছালাত নফল বলে গণ্য হবে। মুআয ইবনু জাবাল রাযিয়াল্লাহু আনহু রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে ফরয ছালাত আদায় করতেন। তারপর নিজ সম্প্রদায়ের নিকট এসে তাদের ছালাতের ইমামতি করতেন (ছহীহ বুখারী, হা/৭০১, ৭১১; ছহীহ মুসলিম, হা/৪৬৫; মিশকাত, হা/৮৩৩)। এ ছালাত তার জন্য নফল হিসাবে গণ্য হতো (দারাকুৎনী, হা/১০৮৬; বায়হাক্বী, হা/৫৫৬; মিশকাত, হা/১১৫১)।

-হাম্মাদ রেযা

মিরপুর, ঢাকা।

Magazine