কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৬) : ‘মাসিক আল-ইতিছাম’ অক্টোবর ২০২১ সংখ্যার মাধ্যমে জানতে পেরেছি যে, জিপিএফ (জেনারেল প্রভিডেন্ট ফান্ড)-এর টাকার যাকাত দিতে হবে। আমার প্রশ্নহলো, জিপিএফ এর টাকা আমি ইচ্ছা করলে তুলতে পারি না। আমি যে প্রতিষ্ঠানেচাকুরী করি সেখানে কয়েকবার আবেদন করেও তুলতে পারিনি। এ ক্ষেত্রে করণীয়কী?

উত্তর : যাকাত দিতে হবে একথাই ঠিক। যদি তা উঠানো সম্ভব হয় তাহলে উঠিয়ে অন্যান্য সম্পদের সাথে মিলিয়ে যাকাত দিতে হবে। আর সম্ভব না হলে যাকাত দিবে না যখন টাকা উত্তলন করবে তখন শুধু এক বছরের যাকাত আদায় করে দিবে। মহান আল্লাহ বলেন, ‘আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে বিধান চাপিয়ে দেন না’ (আল-বাক্বারা, ২/২৮৬)।

প্রশ্নকারী : আনিসুর রহমান

নওগাঁ।


Magazine