উত্তর : যাকাত দিতে হবে একথাই ঠিক। যদি তা উঠানো সম্ভব হয় তাহলে উঠিয়ে অন্যান্য সম্পদের সাথে মিলিয়ে যাকাত দিতে হবে। আর সম্ভব না হলে যাকাত দিবে না যখন টাকা উত্তলন করবে তখন শুধু এক বছরের যাকাত আদায় করে দিবে। মহান আল্লাহ বলেন, ‘আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে বিধান চাপিয়ে দেন না’ (আল-বাক্বারা, ২/২৮৬)।
প্রশ্নকারী : আনিসুর রহমান
নওগাঁ।