উত্তর : অজ্ঞতা ও ধোঁকাপূর্ণ সকল ক্রয়-বিক্রয় এই উজ্জ্বল শরীআতে সুস্পষ্ট হারাম। অতএব প্রশ্নোল্লিখিত বেচাকেনা বৈধ নয়। কেননা এতে ধোঁকা ও প্রতারণার সম্ভাবনা রয়েছে। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের টুকরা নিক্ষেপের মাধ্যমে ক্রয়-বিক্রয় ও ধোঁকাপূর্ণ ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন (ছহীহ মুসলিম, হা/১৫১৩)। আব্দুল্লাহ ইবনু উমার রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভবতী উটের গর্ভস্থ বাচ্চা ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন (ছহীহ মুসলিম, হা/১৫১৩)। কেননা গর্ভস্থ বাচ্চাটি নর হবে নাকি মাদী হবে, তা অজানা। আবার মাদী হলে তার বাচ্চা বাঁচবে নাকি মারা যাবে, সেটাও অজানা। তাই এমন অজ্ঞতাপূর্ণ ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। সুতরাং অনুমান করে পুকুর বিক্রয় করা যাবে না। বরং পুকুরের মাছ ধরে ওযন করে বিক্রি করতে হবে।
প্রশ্নকারী : ইহসাক আলী
রাজশাহী।