কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৩) : আইনজীবীদের পেশা কি হালাল নাকি হারাম? আইনজীবীরা সাধারণত মামলার পক্ষের ব্যক্তিদের কথার ভিত্তিতে আদালতে কথা বলে।

উত্তর: সত্য উৎঘাটন করার উদ্দেশ্যে এবং বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতার উদ্দেশ্যে যদি মামলা পরিচালনা করে, তাহলে সেই পেশা হালাল। কিন্তু জেনে শুনে মিথ্যাকে সত্য প্রমাণ করার চেষ্টা করলে সে পেশা হারাম এবং তার রুযীও হারাম। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন لَا يَدْخُلُ الْجَنَّةَ جَسَدٌ غُذِّيَ بِحَرَامٍ যে শরীর হারাম বস্তু দ্বারা গঠিত হয়েছে সে শরীর জান্নাতে যাবে না, (সিলসিলা সহীহহা, হা/২৬০৯; মিশকাত, হা/২৭৮৭)। অনেক সময় বলার গতিতে ভুল হয়। ফলাফলে হয় জাহান্নাম।




প্রশ্নকারী : মুশফিকুর রহমান পাভেল

দক্ষিণ সাতপাই, নেত্রকোনা সদর-২৪০০।

Magazine